পিরোজপুর প্রতিনিধিঃ একাত্তর টিভি মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে বাংলাদেশের সাংবাদিকতাকে অগ্রসারিত করতে কাজ করবে। পিরোজপুরে বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (২১শে জুন) বেলা ১২ টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে সরকারি শিশু পরিবারের শিশুদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নবীন ও প্রবীণ সাংবাদিক উপস্থিত ছিলেন।
তারা বলেন, একাত্তর টিভি মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে বাংলাদেশের সাংবাদিকতাকে অগ্রসারিত করতে কাজ করবে এমনটাই প্রত্যাশা। মানুষের আস্থা অর্জনে কাজ করছে একাত্তর টেলিভিশন। প্রতিটা মুহুর্তে আপডেট খবর পেতে একাত্তর টেলিভিশন এগিয়ে রয়েছে। আগামীতেও মানুষের ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে যাবে এবং জুলাইয়ের চেতনা ধারণ করবে। অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের শিশুরা তাদের আন্দের অভিজ্ঞতা প্রকাশ করে ও একাত্তর টিভিকে শুভেচ্ছা জানায়।