মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় অধ্যক্ষের স্ত্রী গুরুতর জখম


মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে শাপলেজা তাফাল বাড়িয়া হাসানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ খলিলুর রহমানের স্ত্রী ছাহেরা খাতুন (৫০) কে শুক্রবার সন্ধ্যায় ওই অধ্যক্ষের আপন দুই ভাই জাকারিয়া, মোস্তফা ও রুহুল আমীনের নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল মাওঃ খলিলুর রহমানকে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এ সময় তার স্ত্রী ছাহেরা খাতুন জাকারিয়া ও তার দলবলকে হামলা থেকে প্রতিরোধ করতে গেলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এতে তার মাথায় আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর জখম হয়। আরো আহত হন অধ্যক্ষ সহ তার ছেলে মাছুম বিল্লাহ। আহত ছাহেরা খাতুনকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাঃ তার অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচীম হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। এ ঘটনায় মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন ও মামলার প্রস্তুুতি চলছে।


অধ্যক্ষ মাওঃ খলিলুর রহমান জানান, হামলাকারীদের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ডে একটি মামলা দায়ের করে ছিলাম। যার তদন্তভার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়ার ওপর অর্পণ করেন। তিনি আমাদের বাড়িতে বিষয়টি দতন্ত করতে এলে তিনি চলে যাবার পরপরই তারা আমাকে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিত ভাবে জোটবদ্ধ সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালায়।


 

 

 


Categories: টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ

ব্রেকিং নিউজ