ওমিক্রন নিয়ে শংকার কথা জানিয়েছে ডব্লিউএইচও


করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্বের অন্তত ৮৯ টি দেশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  করোনার নতুন ভ্যারিয়েন্ট ডেল্টার থেকে অনেক দ্রুত ছড়াতে সক্ষম।

শনিবার বিবিসি এর প্রতিবেদনে বলা হয়, সংক্রমনের হার বেড়ে যাওয়ায় ইউরোপের বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ওমিক্রন ঠেকাতে এখনি জোড় ব্যবস্থা না নিলে হাসপাতালগুলোকে আবার বিশাল চাপের মধ্যে পড়তে হবে। ইউরোপে করোনার ৫ম ঢেউয়ের আশংকা করা হচ্ছে।


ফরাসী প্রধানমন্ত্রী জানিয়েছেন,  ওমিক্রন দ্রুতগতিতে ইউরোপে ছড়িয়ে পড়ছে এবং আগামী বছরের শুরুতে ফ্রান্সে সর্বাধিক ছড়িয়ে পড়া ধরন হবে এটি।

ওমিক্রনে আক্রান্তের শীর্ষে থাকা দেশ হল যুক্তরাজ্য। শনিবারে ১৫ হাজারের বেশি  ওমিক্রন সংক্রমন ধরা পড়েছে ।

ইউরোপের অন্যান্য দেশ জার্মানি, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড নতুন নিষেধাজ্ঞার কথা জানিয়েছে।

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরো ৪ জনের মৃত্য হয়েছে। এনিয়ে দেশে মোট প্রানহানির সংখ্যা ২৮ হাজার ৪৭ জন।

 


Categories: বিদেশ

ব্রেকিং নিউজ