ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি: কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহনুমা তারান্নুমের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উম্মে কুলসুম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী যুব মানব সেবা সংগঠনের সভাপতি সানজিদা আক্তার সাথী সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, সন্তান ছেলে ও মেয়ে হোক উভয়কেই সমানভাবে বাবা-মায়ের দেখতে হবে, এবং সমান অধিকার দিয়ে সুশিক্ষিত করতে হবে, কন্যা শিশুকে বাবা মায়ের অবহেলা করার সুযোগ নেই। শিশুর ক্ষেত্রে সকল বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আজকের এই জাতীয় জাতীয় কন্যা শিশু পালনের মূল উদ্দেশ্য।