পাংশা প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৪ উদযাপন উপলক্ষে পাংশা উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার (১ অক্টোবর) উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে সভায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (এ্যানেস্থেসিয়া) ডা. মো. দেলোয়ার হোসেন, পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসলাম হোসেন, পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. শাহেদা খাতুন, পূজা উদযাপন পরিষদের নেতা প্রান্তোষ কুন্ডু, বিধান কুমার বিশ্বাস, শিব শংকর চক্রবর্তী ও লিটন কুমার বিশ্বাস, আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী মো. নজরুল ইসলাম, পল্লী বিদ্যুতের এনফোর্সমেন্ট কো-অডিনেটর মো. ওয়াদুদুর রহমান, পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রয়েল আহমেদ, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান ও পাংশা মডেল মসজিদের ইমাম মোঃ আলিমুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
(ক্যাপশন ঃ আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে পাংশা উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়)
পাংশায় শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
Categories: ঢাকা বিভাগ