ব্যাটিং ব্যর্থতায় ২১ রানে হারলো জ্যোতিরা

জয় দিয়ে আসর শুরু করা বাংলাদেশ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হার দেখলো। যদিও ম্যাচটি নিজেদের আয়ত্ত্বে ছিল। লক্ষ্যটা খুব বড়ও ছিল না। ওভারপ্রতি ৬ রান নিতে পারলেই ১১৯ রানের জয় ছিনিয়ে নেওয়া যেত। কিন্তু ৬০ রান তুলতেই ১৪ ওভার শেষ হওয়ার সাথে সাথেই পরাজয় ওখানেই নিশ্চিত হয়ে যায়। এমনকি ব্যাটার সোবহানা মোশতারির ব্যাটিংয়ে ছিল দারুণ প্রচেষ্টাও। কিন্তু বাকিদের ব্যর্থতায় ইংল্যান্ডের কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ নারী দল। ইংল্যান্ডের ১১৮ রানের জবাবে বাংলাদেশ থেমেছে ৯৭ রানে।

শনিবার (৫ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ৮টায়। আগের ম্যাচে জয় পাওয়ায় আজ সেমিফাইনালের সমীকরণ সহজ করার লক্ষ্য ছিল। কিন্তু তা পূরণ হয়নি।


এই ম্যাচে দারুণ বোলিং করেন রাবেয়া খাতুন ও ফাহিমা খাতুন। দুজন মিলে ৮ ওভারে রান দিয়েছেন মাত্র ২৯। উইকেট নিয়েছেন ৩টি। নাহিদা ও ঋতুমণিও দুটি করে মোট ৪টি উইকেট নেন। ফলে ১১৮ রানেই শেষ হয় ইংলিশ নারীদের ইনিংস। ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে ৪০ বলে ৪১ রানের ইনিংস খেলেন ড্যানি ওয়েট। আর মিয়ার বাউচার ১৮ বলে ২৩ রান করেন। ৪৮ রানে ওপেনিং জুটি ছাড়া আর তেমন কেউ রান পাননি। এই ম্যাচেও সহজ অনেকগুলো ক্যাচ ছেড়েছে টাইগ্রেসরা।

জবাবে ১১৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৭ রানের মধ্যে ফিরে যান দুই ব্যাটার। সোবহানা মোশতারি আর জ্যোতির ব্যাটে একটা জুটি আর কিছু রান আসে। সোবহানা ৪৮ বলে ৪৪ রান করেন। আর জ্যোতি করেন ১৫ রান। বাকিদের মধ্যে কেউই আর দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।

সংক্ষিপ্ত স্কোরকার্ড
ইংল্যান্ড: ১১৮/৭ (২০ ওভার) ড্যানি উইয়েট ৪১, মাইয়া বাওচার ২৩, ফাহিমা ২/১৮, ঋতু ২/২৪ ও নাহিদা ২/৩২
বাংলাদেশ: ৯৭/৭ (২০ ওভার) সোবহানা ৪৪, জ্যোতি ১৫, স্মিথ ২/১১, চার্লি ২/২২


Categories: খেলাধুলা

ব্রেকিং নিউজ