মোঃনুরুজ্জামান খোকন, কাউখালী প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে গত ৫ অক্টোবর (শনিবার) সন্ধ্যা ৭ ঘটিকার সময় “আরাফাত রহমান কোকো” স্মৃতি হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলার ৩নং সদর ইউনিয়নের বদরপুর বৌলাকান্দা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৪ ও ৫ নং ওয়ার্ডের ক্রীড়াপ্রেমী যুবকেরা এ খেলার আয়োজন করেন। উক্ত খেলায় বেজখান সেভেন স্টার ক্লাব এবং জয়কুল ইয়াং স্টার ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন পুরস্কারের গৌরব অর্জন করেন। চ্যাম্পিয়ন ও রানারআপ উভয়কেই দুইটি এলইডি টিভি পুরস্কার হিসেবে প্রদান করেন খেলাটির আয়োজনকারীরা।
টুর্নামেন্ট কমিটির সভাপতি বজলুর রহমান ঢ়াড়ীর সভাপতিত্ত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান, কাউখালী উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া, শেখেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ তৌফিকুল ইসলাম, কাউখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন সদস্য সচিব সারিফুল আজম সোহেল,সদস্য সচিব ছোয়েব ছিদ্দিক সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ সোহেল রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মেহেদী হাসান নয়ন, মোঃ নুরুজ্জামান খোকন,শেখ রিয়াজ আহমেদ, মোঃ সানমুন রেজা, প্রমুখ । সার্বিক তত্বাবধানে ছিলেন মোঃ আজম আলী খান ও মোঃ রিয়াজ হোসেন, মোঃ নুরুজ্জামান, মোঃ আতিকুর রহমান, মোঃ মিজানুর রহমান বাচ্চু,মোঃ দুলাল হোসেন, মোঃ জহিরুল ইসলাম। খেলাটির পৃষ্ঠপোষকতায় ছিলেন মোঃ মহিদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন এম শহিদুল আলম বাদল।
পুরস্কার বিতরণী শেষে সভাপতি বক্তব্যে বলেন- বর্ষা মৌসুম চলমান তাই গ্রামে কোন খেলাধুলার সরঞ্জাম এবং নির্দিষ্ট স্থান নেই বিধায় বর্তমানে যুবসমাজ মাদকাসক্ত হয়ে বিভিন্ন রকম অপরাধে জড়িত হচ্ছে। তাই যুব সমাজকে বিনোদন দেয়ার জন্য বাংলার ঐতিহ্য বিলুপ্তির পথে হাডুডু খেলার আয়োজন, সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে এর চেয়েও ভালো যেকোনো খেলাধুলার আয়োজন করব বলে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।