
বিনোদন ডেস্কঃ ‘প্রিয়তমা’ দিয়ে রীতিমতো রেকর্ড গড়া নির্মাতা অভিনেতা জুটি হিমেল আশরাফ ও শাকিব খান। একে একে দুটি সিনেমায় এক হয়ে কাজ করেছেন তারা। প্রথমটি ভার্সেটাইল মিডিয়ার ‘প্রিয়তমা’। দেশে ও বিদেশে পেয়েছে আকাশ ছোঁয়া সাফল্য। ঢাকাই সিনেমার ইতিহাসের অনেক রেকর্ড ভেঙে তছনছ করে দিয়েছে। সেই সাফল্যের রেশ নিয়েই দ্বিতীয় সিনেমায় জুটি হয়েছিলেন সুপারস্টার শাকিব খান ও পরিচালক হিমেল আশরাফ। এবার নতুন আরেক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন দুজন।
নির্মাতা হিমেল আশরাফ জানিয়েছেন, ‘কথা ছিলো ‘মায়া’ ছবিটি করব আমি। কিন্তু সেটা আর হচ্ছে না। অনুদানের সিনেমাটিতে আমি যুক্ত থাকতে পারছি না। তবে শিগগিরই নতুন সিনেমা নিয়ে ফিরতে প্রস্তুতি নিচ্ছি। দুটি সিনেমা নির্মাণের পরিকল্পনা নিয়েছি। তার একটিতে থাকবেন শাকিব খান।’
তবে কবে নাগাদ তা শুরু করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত জানান নি।
জানা যাচ্ছে, সহসা আসছে না সে সিনেমা। কেননা কিং খান এখন ব্যাস্ত মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ সিনেমা নিয়ে। এটি শেষ করে আরও দুই পরিচালকের সিনেমায় কাজ করবেন