ময়মনসিংহে প্রকাশ্য দিবালোকে সাংবাদিক স্বপন ভদ্রকে কুপিয়ে হত্যাঃ গ্রেফতার এক

ময়মনসিংহ ব্যুরোঃ ময়মনসিংহ শহরতলীর শম্ভূগঞ্জ বাইদ্যাপাড়ায় প্রবীণ সাংবাদিক স্বপন ভদ্র (৭০) কে সন্ত্রাসীরা দা দিয়ে কুপিয়ে ও হাত বিচ্ছিন্ন করে হত্যা করেছে। শনিবার দুপুরে এই মর্মান্তিক হত্যাকান্ড ঘটে। খবর পেয়ে পুলিশ হত্যাকান্ডের চার ঘন্টার হত্যাকান্ডের মূল হোতা সাগরকে গ্রেফতার করে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার (১২ অক্টোবর) ২০২৪ তারিখ দুপুরে শম্ভুগঞ্জ বাইদ্যাপাড়া এলাকায় চা স্টলে বসে চা খাচ্ছিলেন স্বপন ভদ্র। আকষ্মিক ভাবে সন্ত্রাসীরা তাকে দা দিয়ে এলোপাথারি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় । এতে তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে পড়ে।স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক সাংবাদিক স্বপন ভদ্রকে মৃত ঘোষনা করেন।


ঘটনার সংবাদ পেয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আজিজুল ইসলাম, কোতোয়ালী মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান, পুলিশ পরিদর্শক তদন্ত সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক অপারেশন এস এম নুর মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা দাবি করছেন, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় সাংবাদিক স্বপন ভদ্রকে খুন করা হয়েছে। হামলাকারীরা কুখ্যাত মাদক কারবারি। প্রবীণ সাংবাদিক স্বপন ভদ্র তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের বাসিন্দা। তার পিতার নাম জগেশ চন্দ্র। তিনি দীর্ঘদিন ধরে শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় বসবাস করছেন। তিনি স্থানীয় একাধিক পত্রিকায় লেখালেখি করেছেন। প্রায় একযুগ ধরে তিনি কোন পত্রিকায় কর্মরত না থাকলেও ফেইসবুকে
মাদক কারবারি ও জুয়ারীদের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করে আসছেন। স্থানীয়রা আরো জানান, তিনি মাদক ও জুয়ার বিরুদ্ধে সোচ্চার থাকার মাঝিপাড়া এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মাদক সিন্ডিকেটের মুলহোতা সাগর এবং তার পিতা ঐ এলাকার জুয়ারীদের হোতা বাবুলের সাথে শক্রতা চলে আসছে। মাদক ও জুয়া নিয়ে বিরোধিতার কারনেই প্রাণ দিতে হল সাংবাদিক স্বপন ভদ্রকে এটাই এলাকাবাসীর ধারণা। কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন এস এম নুর মোহাম্মদ জানান, সাগর নামের এক মাদকসহ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাংবাদিক স্বপন ভদ্র সোচ্চার হয়ে ফেইসবুকে লেখালেখি করতেন। এতে সাগর ক্ষিপ্ত হয়ে স্বপন ভদ্রকে কুপিয়ে হত্যা করে। ঘাতক সাগরকে হত্যাকান্ডের কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। সাগর দাবি করেন, সে একাই তাকে হত্যা করেছে। তবে ঘটনায় আরো কেউ জড়িত আছে কি না তা তদন্ত এবং জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে


Categories: জাতীয়,ময়মনসিংহ,ময়মনসিংহ বিভাগ

ব্রেকিং নিউজ