পিরোজপুর প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুর সদর উপজেলায় আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবুর রহমান খালেক গণসংযোগ করেছেন। মঙ্গলবার সকালে জেলা শহরের বিভিন্ন স্থানে জনসাধারন ও নেতাকর্মীদের সাথে নিয়ে মতবিনিময় ও গণসংযোগ করেন। এসময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, এ্যাড. আব্দুর রাজ্জাক খান বাদশা, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, এ্যড. মোস্তফা কামাল, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. খান মোঃ আলাউদ্দিন, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. শহিদুল ইসলাম পান্না, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আবুল বাশার আকন, জেলা আওয়ামীলীগ নেতা এ্যাড. রাজ শেখর দাস, জেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মোঃ ফারুক আব্দুল্লাহ, পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, জেলা কেমিষ্ট এ্যান্ড ডাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক মিরাজ শরিফ, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইরতিজা হাসান রাজু, সদর উপজেলা স্বেচ্ছাসেবলীগের সভাপতি সুমন শিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শওকত খান, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু, পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবাল, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বারি তালুকদার জয়েন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমেন মোর্শেদ শুভ্র উপস্থিত ছিলেন।
পিরোজপুরে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ
Categories: বরিশাল বিভাগ