উলিপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে যাওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে ডুবে যাওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ মে) সকাল ৬টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের পালেরঘাট এলাকা থেকে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।

উদ্ধারকৃত দুই শিশুর নাম ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮)। তারা আপন দুই ভাই এবং বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামের বাসিন্দা।


উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (১০ মে) বেলা ৩টার দিকে দুই ভাই ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এরপর থেকেই তারা নিখোঁজ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা ব্যাপক তল্লাশি চালায়, তবে তখন তাদের কোনো খোঁজ মেলেনি।

দুই দিন পর সোমবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার ভাটিতে হাতিয়া ইউনিয়নের পালেরঘাট এলাকায় মরদেহ দুটি ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

ওসি জিল্লুর রহমান আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এরপর মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এই মর্মান্তিক ঘটনায়।

 


Categories: কুড়িগ্রাম,রংপুর বিভাগ,সর্বশেষ

ব্রেকিং নিউজ