পিরোজপুর প্রতিনিধি ঃ পিরোজপুরে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে ২দিন ব্যাপী শিশু মেলা শুরু হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষে টাউন ক্লাব মাঠ থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা তথ্য অফিসার মোঃ মহসিন হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাসসের জেলা প্রতিনিধি গৌতম রায় চৌধুরী, জেলা সহকারী তথ্য অফিসার বিশ্বজিৎ শিকদার। আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন উত্তর বাজুকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম. এ. জামান। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীতা, চলচিত্র প্রদর্শনী ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পিরোজপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে ২দিন ব্যাপী শিশু মেলা শুরু
Categories: বরিশাল বিভাগ,শিক্ষাবার্তা,সারাদেশ