পিরোজপুর ল ইয়ার্স মার্কেট থেকে মোবাইল চোর আটক

আজ সকাল দশটা নাগাদ পিরোজপুর ল ইয়ার্স মার্কেটের জে কে টেলিকম থেকে মোহাম্মদ বিপ্লব (২২)  পিতাঃ আশ্রাফ আলী কে আটক করা হয়। জে কে টেলিকমের প্রোপাইটার মোহাম্মদ মাসুদ বলেন সকাল দশটার দিকে মোবাইলের ব্যাটারি কেনার কথা বলে তার ব্যবহৃত ফোনটি নিয়ে যায়। এবং কৌশলের মাধ্যমে তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।


Categories: বরিশাল বিভাগ

ব্রেকিং নিউজ