আবীর হাসান : “ঈদের আনন্দে উল্লাসিত হোক আলোকিত হাসিমুখ” এই স্লোগানকে সামনে রেখে “লাইট অফ হোপস এর আয়োজনে এইচডিটি এর সহযোগিতায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। ফয়জুল উলুম কওমী মাদরাসা ও সাঈদ খালী মাঝের চরে ৬৫ জন শিশুকে এ ঈদের পোষাক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হোপস এর সভাপতি খুরশিদ আলম, সাধারণ সম্পাদক মোঃ আকিব দিপু, সমন্বয়ক মোঃ মাসুদ রানা খান, এইচডিটি এর পরিচালক মেহেদী হাসান, বাবুই সামাজিক সংঠনের প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান, এইচডিটি এর উপদেষ্টা আলহাজ্ব মাহবুবুল হক প্রমুখ।