পিরোজপুরে প্রবীনদের জন্য পি কে এস এফ এবং রিক এর সহযোগীতায় অফিস কক্ষের ভিত্তি প্রস্থর স্থাপন

প্রবীনদের অবসর সময় কাটানোর জন্য পি কে এস এফ এবং রিক এর সহযোগীতায় ৬ নং শারিকতলা ডুমুরিতলা ইউনিয়ন একটি অফিস কক্ষ নির্মান এর ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ৬ নং শারিকতলা ডুমুরিতলা ইউনিয়নের চেয়্যারম্যান রাজু মোল্লা, ৬ নং শারিকতলা ডুমুরিতলা ইউনিয়নর প্রবীনদের সভাপতি বাদশা হাওলাদার, সহ-সভাপতি শাহ আলম এবং পি কে এস এফ এবং রিক এর পক্ষথেকে ফারুক হাসান। কক্ষটির বাজেট ধরা হয় ৪ লক্ষ টাকা।


Categories: বরিশাল বিভাগ

ব্রেকিং নিউজ