শোক দিবসে পিরোজপুরে ছাত্রলীগ নেতা জুনায়েদ রাসেল এর উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে।


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরে বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপনের মধ্যেদিয়ে এ কর্মসূচির শুরু করেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমেদ রাসেল। পরে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ বৃক্ষ রোপণ করা হবে। এ সময় জেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্যোক্তা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমেদ রাসেল জানান, বঙ্গবন্ধু একক কোন দল বা জাতি-গোষ্ঠীর নেতা নন। তিনি সমগ্র বাঙালী জাতির জনক। একটি স্বাধীন ভূখন্ড তিনি আমাদেরকে দিয়েছেন। মুক্ত আকাশে লাল-সবুজের পতাকা ওঠে প্রকাশ করছে আমি স্বাধীনতার নিশান। বঙ্গবন্ধু মানে লালসবুজের পতাকা।


বঙ্গবন্ধু মানে স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধু এদেশের সর্বস্তরের মানুষের জন্য অবিসাংবাদিত মহান নেতা। তাঁর অবস্থান ও মর্যাদা প্রতিটি বাঙালীর হৃদয়ে থাকা উচিৎ। দেশ একটা। পরিচয়ও একটা। আমরা বাঙালি। বাঙালি জাতির গৌরব ও অহংকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

আর এই রাজনীতির মহাকবি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে এই দিনটিকে স্মরন করে রাখতে এবং স্মৃতি হিসেবে পিরোজপুরে এই বৃক্ষ রোপন কর্মসূচি গ্রহণ করেছি।


Categories: অন্যান্য,জাতীয়,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ

ব্রেকিং নিউজ