মোঃ বাদল, ভান্ডারিয়া প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার রিপন হাওলাদার (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে পাঁচ বছর কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়। গতকাল সোমবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল মান্নান এ রায় দেন। রিপন হাওলাদার পিরোজপুর ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের মৃত জব্বার হাওলাদারের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর বিকেলে র্যাব-৮ একটি দল ভান্ডারিয়া উপজেলার লক্ষীপুরা বটতলায় অভিযান চালিয়ে রিপন হাওলাদারকে গ্রেপ্তার করে। তাঁর সঙ্গে ১৫৫টি ইয়াবাবড়ি পায় র্যাব। এ ঘটনায় র্যাব-৮ বাদী হয়ে স্থানীয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন (পিপি) খান মো. আলাউদ্দিন।