পিরোজপুরে সজীব ওয়াজেদ জয় পরিষদের সদর উপজেলার নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা


পিরোজপুরে সজীব ওয়াজেদ জয় পরিষদের পিরাজপুর সদর উপজেলার নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পুরাতন বাসস্টান্ড এলাকায় সজীব ওয়াজেদ জয় পরিষদ, পিরোজপুর সদর উপজেলার শাখার আয়োজনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সজীব ওয়াজেদ জয় পরিষদ, পিরোজপুর সদর উপজেলা শাখার সভাপতি তাজউদ্দিন আহমেদ আলমের সভাপতিত্বে এবং সজীব ওয়াজেদ জয় পরিষদ, পিরোজপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: মাহামুদুল হাসান মৃধা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মলিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক নুরুল হক খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পিরোজপুর জেলা শেখ রাসেল ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুমন। সভায় প্রধান বক্তা ছিলেন সজীব ওয়াজেদ জয় পরিষদ, পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম জনি এবং সভার উদ্বোধন করেন সজীব ওয়াজেদ জয় পরিষদ, পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. মাসুম খান রাজ। সভায় এ সময় সজীব ওয়াজেদ জয় পরিষদ, পিরোজপুর সদর উপজেলার ৫১ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দের পরিচিতি তুলে ধরা হয়।


Categories: বরিশাল বিভাগ,সারাদেশ

ব্রেকিং নিউজ