আবুল হাসানাত আবদুল্লাহ এর সুস্থতা কামনায় পিরোজপুর পৌর এলাকার ২ শতাধিক মসজিদে দোয়া মোনাজাত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়াামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মন্ত্রী পদমর্যাদার আবুল হাসানাত আবদুল্লাহ আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় পিরোজপুর পৌর এলাকার ২০০ মসজিদে জুমার নামাজবাদ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ মো. হাবিবুর রহমান মালেকের ব্যক্তিগত উদ্যোগে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।  এ দোয়া মোনাজাতে পৌর এলাকার বিভিন্ন মসজিদে জেলা আওয়ামীলীগের, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়লে আবুল হাসানাত আবদুল্লহকে অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশ আওয়াামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মন্ত্রী পদমর্যাদার আবুল হাসানাত আবদুল্লাহ বরিশাল জেলা আওয়মী লীগের সভাপতি। এর আগে জাতীয় সংসদের চিফ হুইপ ছিলেন। হাসানাত আব্দুল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোনের ছেলে। হাসানাত আবদুল্লাহর বড় ছেলে সেরেনিয়াবাত সাদেক আব্দুল্লহ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র।


Categories: জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ

ব্রেকিং নিউজ