রূপসী বাংলায় যোগ দিলেন সাজ্জাদ হোসেন চিশতী

দেশের স্বনামধন্য মিডিয়া হাউস রূপসী বাংলা মিডিয়া লিমিটেড এর হেড অব বিজনেস হিসেবে যোগদান করেছেন সাজ্জাদ হোসেন চিশতী।
রূপসী বাংলা মিডিয়া লিমিটেড এর ভিজ্যুয়াল ইউনিট এবং প্রিন্ট ইউনিট এর দায়িত্বে থাকবেন তিনি।
চিশতী ২০০০ সালে দি ডেইলি বাংলাদেশ অবজারভার দিয়ে তার গণমাধ্যমে কর্মজীবন শুরু করেন।
কর্মজীবনে তিনি সমকাল, নয়াদিগন্ত, ইনকিলাব, আমার দেশ, আজকালের খবর, যায়যায়দিন, যুগান্তর, মানবকন্ঠ, ভোরের পাতা, অবজারভার, বাংলাদেশের খবর, আমাদের নতুন সময় ও স্বদেশ প্রতিদিনের গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।
তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ফেনী সাংবাদিক সমিতি ঢাকার সদস্য। বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূইয়ার বড় সন্তান সাজ্জাদ চিশতী জানান বিজ্ঞাপন আর মার্কেটিং এর ভিন্ন ঘরানার পথ তৈরী করতে চান তিনি।



Categories: জাতীয়,টপ নিউজ,ঢাকা বিভাগ,স্বাস্থ্যপাতা

ব্রেকিং নিউজ