ফেসিয়াল রিকগনিশন সিস্টেম বন্ধ করছে ফেসবুক


গোপনীয়তা নিয়ে গুরুতর উদ্বেগ এর কারনে ব্যবহারকারীদের ফেসিয়াল রিকগনিশন (চেহারা শনাক্ত করার প্রক্রিয়া) বন্ধ করছে ফেসবুক। তারই সাথে ১০০ কোটি ব্যবহারকারীর ফেস প্রিন্ট মুছে দিচ্ছে ফেসবুক। গোপনীয়তা রক্ষায় এমন সিদ্ধান্ত নিয়েছে বলে সম্প্রতি জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা জানিয়েছে, সমাজে মুখের শনাক্তকরণ প্রযুক্তির স্থান সম্পর্কে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছে। ফলে এ নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।


প্রতিষ্ঠানটি এর ব্যাখ্যা জানায়, কিছু অভ্যন্তরীণ নথি সাংবাদিক, আইন প্রণেতা ও মার্কিন নিয়ন্ত্রণ সংস্থার কাছে চলে যাওয়ায় ফেসবুক এ বিষয় সতর্কতার সঙ্গে কাজ করছে।

ফেসবুক তাদের ব্লগ পোস্টে জানিয়েছে, ছবি ও ভিডিওতে থাকা ব্যক্তিদের স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করার এ প্রযুক্তি কয়েক সপ্তাহের মধ্যে বন্ধ করা হবে।

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক বর্তমানে একটি হুইসেলব্লোয়ার সংকটের সঙ্গে লড়াই করছে। তবে প্রতিষ্ঠানটি ভবিষ্যতের  ভার্চুয়াল রিয়েলিটি দৃষ্টিভঙ্গিতে স্থানান্তর করার প্রয়াসে মূল কোম্পানির নাম ‍‘মেটা’ তে পরিবর্তন করেছে।


Categories: তথ্য প্রযুক্তি

ব্রেকিং নিউজ