বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। এক সময় বলিউডের ইমরান হাশমির সঙ্গে তার রসায়ন আলোড়ন ফেলেছিল। গত কয়েক বছর বলিউড থেকে কিছুটা দূরেই ছিলেন। বহু দিন পরে ‘ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিয়ো’ ছবিতে ফের অভিনয় করেছেন মল্লিকা শেরাওয়াত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রথম সারির এক অভিনেতার বিরুদ্ধে তুললেন যৌন হেনস্থার অভিযোগ। সামাজিক মাধ্যমে ভাইরাল সেই সাক্ষাৎকার।
সাক্ষাৎকারে মল্লিকা বলেছেন, ‘একটা ঘটনা বলি। দুবাইয়ে একটি বড় মাপের ছবির শুটিং করছিলাম। একাধিক বড় তারকা ছিলেন ছবিতে। এই ছবি বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছিল। দর্শকের ছবিটি পছন্দ হয়েছিল। আমিও একটি মজার চরিত্রে অভিনয় করেছিলাম।’
তিনি বলেন, ‘দুবাইয়ের হোটেলে রোজ রাত বারোটায় আমার ঘরে এসে কড়া নাড়তেন ছবির নায়ক। কড়া নাড়ার এমন জোর ছিল, আমি ভাবতাম দরজাটা বোধ হয় ভেঙেই গেল। ওই নায়ক আমার শয়নকক্ষে আসতে চাইতেন। আমি জানতাম, এটা আমি কখনোই হতে দিব না। এরপরে ওই নায়ক আর আমার সঙ্গে কোনো কাজ করেননি।”
তবে কোন অভিনেতার বিরুদ্ধে মল্লিকার অভিযোগ তার নাম উল্লেখ করেননি তিনি। কিন্তু তার এই বক্তব্যের ভিডিও এই মুহূর্তে ভাইরাল সমাজমাধ্যমে। ছবির বর্ণনা শুনে নেটাগরিকদের অনুমান, তিনি ২০০৭-এর ছবি ‘ওয়েলকাম’ এর কথা বলেছেন।
দুবাইতেই এই ছবিটির শুটিং হয়েছিল। একাধিক বড় তারকা ছিলেন। মুখ্য অভিনেতার চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। তাই নেটাগরিকের প্রশ্ন, অভিনেত্রী কি নাম উল্লেখ না করে অক্ষয়ের দিকেই আঙুল তুললেন?
এই ছবিতে ক্যাটরিনা কইফ, নানা পটেকর, অনিল কাপুর, পরেশ রাওয়ালও অভিনয় করেছিলেন।