কমলগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

মৌলভীবাজার) প্রতিনিধিঃ ‘জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন’ এই প্রতিপাদ্যকে নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে পালিত হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যারী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে একটি র‌্যালি উপজেলা সদরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে


বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ডি.এম.সাদিক আল শাফিন, প্রকৌশলী মো. সাঈফুল আজম, এস আই মহাদেব বাছার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও পরিবার পরিকল্পনার কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় সকল ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে গুরুত্বের সাথে যাচাই-বাছাই সাপেক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধনের কাজ সম্পূর্ণ করতে নির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিগত ১ বছরে সর্বোচ্ছ সংখ্যক সম্পন্ন করায় মাধবপুর, আলীনগর ও মুন্সীবাজার ইউনিয়ন পরিষদকে পুরস্কৃত করা হয়।

 


Categories: মৌলভীবাজার

ব্রেকিং নিউজ