৩১ অক্টোবর পর্যন্ত রাঙামাটি ভ্রমণে প্রশাসনের ‘না’

রাঙামাটি প্রতিনিধি: অনিবার্য কারণবশত পর্যটকগণকে আগামী ৮ অক্টোবর হতে ৩১ অক্টোবর পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসন। রবিবার বিকেলে জেলা প্রশাসকের এক নির্দেশনায় পর্যটকদের রাঙামাটি ভ্রমণে বিরত থাকার আহবান জানানো হয়।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানিয়েছেন, রাঙামাটির সার্বিক পরিস্থিতি এবং পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সময়ের মধ্যে রাঙামাটিতে পর্যটকদের ভ্রমণ না করার জন্য আমরা আহবান করছি। পর্যটকদের সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আশা করছি এই সময়ের মধ্যে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এবং এরপর পর্যটকরা রাঙামাটি ভ্রমণ করতে পারবেন।


প্রসঙ্গত, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে গত ২৪ সেপ্টেম্বর থেকে সাজেকে পর্যটক ভ্রমণে নিরুসাহিত করে আসছেন জেলা প্রশাসন। তিন দফায় তিন দিন করে মোট নয় দিন নিরুসাহিতকরণের পর গত শুক্রবার(০৪ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেকে পর্যটক ভ্রমণে নিরুসাহিত করছে জেলা প্রশাসন। এবার পুরো রাঙামাটি ভ্রমণে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসন।


Categories: রাঙ্গামাটি

ব্রেকিং নিউজ