কাউখালীতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন (ডিআইজি) বরিশাল।

কাউখালী প্রতিনিধিঃ পিরোজপুর কাউখালীতে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে, পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন বরিশাল রেঞ্চের ডিআইজি ও অতিরিক্ত পুলিশ সুপার পিরোজপুর।

গত ৮ অক্টোবর মঙ্গলবার রাত ১০ ঘটিকার সময় উপজেলার ৩নং সদর ইউনিয়নের থানা সংলগ্ন, শ্রী শ্রী মদনমোহন জিউর আখড়াবাড়ী পূজা মন্ডপ পরিদর্শন সহ শুভেচ্ছা ও মত বিনিময় করলেন, মোঃ মঞ্জুর মোর্শেদ আলম ডিআইজি বরিশাল রেঞ্জ, এবং মোঃ মুকিত হাসান খান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) পিরোজপুর। এছাড়াও উপস্থিত ছিলেন, মোঃ সোলায়মান (ইনচার্জ) কাউখালী থানা, জাতীয়তা বাদী দল বিএনপি কাউখালী উপজেলা শাখার আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা সদস্য সচিব- এইচ এম দীন মোহাম্মদ সহ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং পূজা পরিচালনা কমিটির সদস্য ও ভক্তবৃন্দ। বক্তব্যে,কাউখালী উপজেলার ২৪টি পূজা মন্ডপের আইন শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন, প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা, স্বেচ্ছা সেবক সহ চৌকিদার, আনসার,পুলিশ ও যৌথ বাহিনীর বলয়ে নিরাপত্তা প্রদান সহ গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। প্রধান অতিথি মোর্শেদ আলম বলেন পিরোজপুর জেলা সহ কাউখালী উপজেলার হিন্দু মুসলিম ও সকল জনসাধারণ খুবই সৌহার্দপূর্ণ এবং আন্তরিক। পূজা মন্ডপে নিরাপত্তায় বিএনপি’র স্বেচ্ছাসেবকদের ভূমিকার প্রশংসা করেন, তিনি আরো বলেন উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা পেলে কোন প্রকার বিশৃঙ্খলা ও দুর্ঘটনা ঘটবে না বলে ব্যক্ত করেন।



Categories: কাউখালী,পিরোজপুর

ব্রেকিং নিউজ