পিরোজপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন হত্যা দিবস উপলক্ষে গণ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে করণীয় বিষয়ে মতামত দেওয়া হয়। সোমবার (২৮ অক্টোবর) জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এর সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়েত ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং বরিশাল অঞ্চল টিমের সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী, ইন্দুরকানী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ সাঈদী, বাংলাদেশ জামায়েত ইসলামী পিরোজপুর জেলার নায়েবে আমীর মাওলানা আব্দুর রব এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল হক। প্রধান অতিথি এ কে এম ফখরুদ্দিন খান রাযী তার বক্তব্যে প্রধান উপদেষ্টার কাছে খুনি হাসিনার ফাঁসি চান এবং রাষ্ট্রপতি ইস্যু দ্রুত সমাধান করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানান, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন না দিলে জনগণ আবার রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দেন। পিরোজপুর জেলা শহরে টাউন ক্লাব মাঠে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।