শফিকুল ইসলাম মাসুদ, বিশেষ প্রতিনিধিঃ আওয়ামী লীগ মানেই যে ভারতের দালাল এটা প্রমাণিত। বাংলাদেশ আওয়ামী লীগ ভারতের দ্বারা পরিচালিত। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো অধিকার নেই। খুনি হাসিনার নির্দেশে শহীদ নেতৃবৃন্দের হত্যার বিচার চাই, আল্লামা সাঈদীর হত্যার বিচার চাই। ২৮ অক্টোবর গনহত্যা দিবস উপলক্ষে পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত গনসমাবেশে এ কথা বলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী।
এ সময় তিনি আরোও বলেন, ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ এ দেশের মানুষের ভোটের অধিকার চুরি করেছিল। সুতরাং সন্ত্রাসী সংগঠন হিসেবে শুধু ছাত্রলীগ নয়, যুবলীগ ও আওয়ামী লীগকেও চিরতরে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। আমরা আন্দোলন সংগ্রাম করেছি একটি অন্তবর্তী সরকার বসেছে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি যৌক্তিক সময়ের মধ্যে আপনারা সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে উঠিয়ে দিন।
শহরের টাউন ক্লাব মাঠে সোমবার বিকেল ৩ টায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী বলেন, ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ খুন ছাড়া অন্য কোন পন্থাই চেনে না। আর একটা পন্থা চেনে চুরি। ভোট চুরি করে ক্ষমতায় থাকতে চায়, দুর্নীতি করতে চায়, লুটপাট করতে চায়। ভোটের আগে বলে বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবে, মালয়শিয়া বানাবে, আর ভোটের পর বেগমপাড়া বানায়। আমরা আর ভবিষ্যতে বেগম পাড়া হতে দেবো না। অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজী প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিন। আমার ভোট আমি দেবো, সৎ লোককে ভোট দিব। আগামী নির্বাচনে আমরা যেন অংশগ্রহণ করতে পারি সেভাবে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজান।
এ সময়ে তিনি আরোও বলেন, আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিলো, সেই ট্রাইব্যুনালের অধীনে খুনি হাসিনার ফাঁসির ব্যবস্থা করতে হবে। পিরোজপুর জেলা জামায়াত আয়োজিত জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারী অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল হকসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।