স্টাফ রিপোর্টার : সদর উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠী চলিশা গ্রামের বাস শ্রমিক শাহাদাত জামান মুন্না‘র (৫০) দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। জীবন বাঁচাতে দ্রুত তার কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। দীর্ঘ ৩ বছর ধরে চিকিৎসা চালাতে গিয়ে তিনি সহায় সম্বল বিক্রি করে এখন অসহায়, নিঃস্ব হয়ে পড়েছেন। এ অবস্থায় সংসার চালানোই যেখানে দায় সেখানে ৫ লাখ টাকা খরচ করে কিডনি প্রতিস্থাপনের মতো ব্যয়বহুল চিকিৎসা করার সামর্থ তাঁর নেই। সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি মুন্নার জীবনে হটাৎ নেমে এসেছে অন্ধকারের কালো মেঘ। দিশেহারা হয়ে পড়েছে মুন্নার পরিবার। পিরোজপুর বাস টার্মিনালের শ্রমিক হিসেবে কাজ করা মুন্না কর্মহীন হয়ে পরেন। এই দরিদ্র পরিবারটি টাকা অভাবে অপারেশন করতে পারছেন না। তার স্ত্রী মোসাম্মৎ লিজা আক্তার(৩৩) সকলের সহযোগীতা কামনা করেন জানান, মুন্নার কিছু জমি ছিল সেগুলো বিক্রি করে এতদিন তার ৭ সদস্যের সংসার ও চিকিৎসা খরচ চালিয়েছেন। বর্তমানে তার বিক্রি করার মত আর কিছুই নেই। তিনি পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমতাবস্থায় অন্য কোথাও থেকে কোন আর্থিক সাহায্য না পেলে তার ছেলে ও মেয়েদের পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভাব হবে না। মুন্নার স্ত্রী লিজা আক্তার জানিয়েছেন, কিডনি আক্রান্ত মুন্নার অপারেশন করার জন্য ৫ লক্ষ টাকা প্রয়োজন। সমাজের হৃদয়বান ও বিত্তবান ব্যক্তি, বিভিন্ন দাতা সংস্থার কাছে সাহায্য কামনার আবেদন জানিয়েছেন। শাহাদাত জামান মুন্নাকে সাহায্য পাঠাতে পারবেস, বাংলাদেশ কৃষি ব্যাংক পিরোজপুর শাখায় তার হিসাব নং-৬৮৫৬। এছাড়া ০১৯৪৫৪২০২৭১ (বিকাশ) এই নাম্বারে।
একটি মানবিক আবেদন, দুটি কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন চিকিৎসক
Categories: বরিশাল বিভাগ