পিরোজপুরে বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতিরআয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি ঃ পিরোজপুরে জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির মিলনায়তনে বিভিন্ন মালিকদের অংশগ্রহনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি আলহাজ্ব মশিউর রহমান মহারাজের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সহ-সভাপতি আলতাফ হোসেন নান্না, সহ-সভাপতি মিয়া ফারুক, সাধারণ সম্পাদক বাবুল হালদার, বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক (সড়ক) নুরুল হক খোকন, জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হান্নান শেখ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির কোষাধ্যক্ষ রিপন দাস। মালিকদের পক্ষে বক্তব্য রাখেন রতন ঠাকুর, ছানাউল্লাহ ছানু, শহিদুল ইসলাম শিকদার, আব্দুস সালাম খান, শেখ মাসুদুর রহমান প্রমুখ। এসময় বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Categories: বরিশাল বিভাগ

ব্রেকিং নিউজ