ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পৌরসভার হাজামপাড়া এলাকায় ভাত না খাওয়ায় মায়ের চড়ে মেয়ে জান্নাতি খাতুনের (৫) মৃত্যু হয়েছে।
আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। জান্নাতি খাতুন হাজামপাড়া এলাকার বকুল হোসেনের মেয়ে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, সকালে মেয়েটির মা আলেয়া বেগম মেয়েটিকে ভাত খাওয়াচ্ছিলেন। মেয়েটি ভাত না খাওয়ায় তাকে রেগে গিয়ে চড় মারে মা আলেয়া বেগম। এতে গুরুতর অসুস্থ হয়ে পরে মেয়েটি। পরে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মা আলেয়া বেগমকে আটক করা হয়েছে বলে জানান তিনি।