পিরোজপুরে হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন


পিরোজপুরের মঠবাড়িয়ায় এক হিন্দু পরিবারের জমি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ওই ভূক্তভোগী পরিবার। রোববার সকালে মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী পরিবারের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সুভাষ চন্দ্র রায়।
লিখিত বক্তব্যে তিনি জানান, তার পিতা যতীন্দ্র নাথ রায় এবং জ্যাঠা অবনী ভূষণ রায় ১৯৫০ সালে উপজেলার শাখারীকাঠী মৌজার ৬৬/৩৯ নং জে,এল ও ৪২০/ ৪২৮ নং খতিয়ান থেকে ১.৬৬ শতক জমি সাব-কবলা দলিল মূলে ক্রয় করে শান্তিপূর্ণভাবে চাষাবাদে ভোগ দখল করে আসছেন। কিন্তু গত কয়েক বছর ধরে শাখারীকাঠী গ্রামের মৃত শফিজদ্দিন সরদার এর পুত্র হাকিম সরদার এবং হরিদাশ মিস্ত্রীর ছেলে সুকেশ মিস্ত্রী ও নিকেশ মিস্ত্রী জোর পূর্বক উক্ত জমি দখলের পায়তারা চালায়। এছাড়া চলতি আমন মৌসুমে তার জ্যাঠাতো ভাইয়েরা জমি চাষাবাদ করে আমনের বীজতলা তৈরী করলে প্রতিপক্ষরা সম্প্রতি পাওয়ার টিলার দিয়ে তা নষ্ট করে ফেলে। এ ঘটনায় তিনি গত ৯ জুলাই মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন।


Categories: বরিশাল বিভাগ

ব্রেকিং নিউজ