পিরোজপুরে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন


পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ড যুবলীগের মোঃ রনি হাওলাদারকে কুপিয়ে যখম করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পৌরসভার নামাজপুর এলাকায় ওয়ার্ড যুবলীগের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মান্নান ফকির, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম চান, ধর্ম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর খান, ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মাসুদ, সহ-সভাপতি মহিউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শেখ বাদল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সবুজ, মৎস্য আওয়ামীলীগ পৌর শাখার সভাপতি নরোত্তম কুমার দাস, ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম নিজাম, ছাত্রলীগ নেতা মিরাজ হাওলাদার, সদর উপজেলা তথ্য প্রযুক্তিলীগের সহ-সভাপতি ইহসান আহম্মেদ, ওয়ার্ড যুবমহিলালীগের সমাজকল্যান সম্পাদক রেকসোনা বেগম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বলেশ্বর নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে প্রধান আসামী মোঃ চুন্নু শেখ অনেক জেলের কাছ থেকে নদীতে মাছ ধরা ও জাল ফেলা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মেটা অঙ্কেও টাকা চাদা আদায় ও দাবি করতেন। যার কারনে এর সাথে কোনো জেলের সাথেই ভালো সম্পর্ক নাই। এলাকায় বিভিন্ন স্থানে জামায়াতের সাবেক সেক্রেটারী মাওলানা শফিকুল ইসলামের জোড় দেখিয়ে বিভিন্ন সময়ে চাদাবাজি করতেন। এর নামে একাধিক চাদাবাজি মামলা ও ডাকাতির মামলা রয়েছে। তার পুত্র মোঃ শফিকুল ইসলাম বিপুলের এলাকায় বিভিন্ন মাধ্যমে মাদকদ্রব্য সেবন ও ব্যবসার সাথে সংশ্লিষ্টতা রয়েছে। বৃহষ্পতিবার বিকালে পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ড যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ রনি হাওলাদারকে কুপিয়ে যখমসহ আরো অনেককে পিটিয়ে আহত করার তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।


পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ জানান, মোঃ রনি হাওলাদারকে কুপিয়ে যখমের ব্যাপরে তীব্র নিন্দা জানাচ্ছি ও এর দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।
পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ জানান, পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ড নামাজপুর এলাকাটি একটি জামায়াত ঘেষা এলাকা। যেখানে আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের কর্মীদের সমস্যায় পড়তে হয়। যার ব্যাপরে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।



Categories: জাতীয়,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ