পিরোজপুরে বিদ্যুতের ডিজিটাল প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ ও স্থাপিত মিটার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ গ্রাহকরা। আজ বুধবার সকালে শহরের নতুন বাস স্টান্ড এলাকায় পৌরসভার ৮ নং ওয়ার্ডেও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হাই, জেলা শ্রমীকলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন, মামুন খান, ইলিয়াস হাওলাদার, পিরোজপুর ইয়ূথ সোসাইটির প্রধান সম্বনায়ক মো: হাসিবুল ইসলাম হাসান সহ এলাকাবাসী।
এসময় বক্তারা বলেন, সরকারের ভাবমূর্তি নষ্টের জন্য ওজোপাডিকোলি এর কতিপয় অসৎ কর্মকর্তা ডিজিটালের নামে সাধারন গ্রহকদের হয়রানি করছে। প্রি-পেইড মিটারে কি ধরনের জালিয়াতি হচ্ছে তার প্রমাণ মিলবে শুধুমাত্র মিটার ভাড়া আদায় সংক্রান্ত বিষয়টিকে ঘিরেই। কেননা কতোদিন পর্যন্ত মিটার ভাড়া নেওয়া হবে তা নির্দিষ্ট করে কোথাও বলা নেই এমনকি মিটারের দামও বলা হয়নি। এতে পিরোজপুরের প্রি-পেইড মিটার গ্রাহকরা শঙ্কিত। পুরনো মিটারটি খুলে যখন নতুন প্রি-পেইড মিটার লাগানো হয়েছিল তখন বলা হয়েছিল মিটারের জন্য কোনো মূল্য দিতে হবে না। এখন মিটার ক্রয় বাবদ প্রতি মাসে টাকা কেটে নিচ্ছে।
তাই এই প্রি-পেইড মিটার বন্ধ করে ডিজিটাল মিটারের প্রতিস্থাপনের দাবী জানান বক্তারা।
পিরোজপুরে বিদ্যুতের প্রি-পেইড মিটার বন্ধের দাবীতে মানববন্ধন অব্যাহত
Categories: জাতীয়,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ