প্রেমিকাকে গণধর্ষণের পর রাস্তায় ফেলে গেল প্রেমিক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক যুবতীকে দুইদিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগে তরুণীর প্রেমিকসহ পাঁচ যুবককে আটক করেছে রুপগঞ্জ থানা পুলিশ।

উপজেলার পিতলগঞ্জ পশ্চিমপাড়া এলাকায় গত বৃহস্পতিবার (১ আগষ্ট) রাত থেকে একটি ঘরে ওই তরুণীকে দু’দিন আটকে রেখে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায় তার প্রেমিক এবং তার সহযোগীরা। পরে এক সিএনজি চালকের সহায়তায় উদ্ধার হয়ে শুক্রবার রাতে ধর্ষিতা রূপগঞ্জ থানায় গিয়ে নিজে বাদি হয়ে তার প্রেমিক এবং তার সহযোগীদের নামে ধর্ষণ মামলা দায়ের করেন । পুলিশ রাতেই অভিযান চালিয়ে পাঁচ ধর্ষককে গ্রেফতার করে।


মামলার তদন্ত কর্মকর্তা রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ধর্ষণের শিকার যুবতীর দায়ের করা মামলার এজাহারের বরাত দিয়ে রফিকুল ইসলাম জানান, পিতলগঞ্জ এলাকার গোলজার মিয়ার ছেলে রাসেল মিয়ার সঙ্গে কিছুদিন আগে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় ওই যুবতীর। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বৃহস্পতিবার প্রেমিক রাসেল তার প্রেমিকাকে কাঞ্চন ব্রিজের নীচে দেখা করতে বলে। পরে যুবতী রাত ৮ টার দিকে কাঞ্চন ব্রিজের নিচে প্রেমিকের সঙ্গে দেখা করতে যায়। এসময় প্রেমিক রাসেল তার বাবা মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবার কথা বলে ওই যুবতীকে একটি সিএনজিযোগে পিতলগঞ্জ পশ্চিমপাড়া রফিক মিয়ার বাড়ির একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। পরে যুবতীকে মারধর করে এবং হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। পরে পিতলগঞ্জ পশ্চিমপাড়া এলাকার আহসান উল্লাহর ছেলে আশিক মিয়া, সিরাজ মিয়ার ছেলে শাকিল মিয়া, হারিন্দা টেকপাড়া এলাকার হযরত আলীর ছেলে সামছু দোহাই ও তাদের বন্ধু নীলফামারী জেলার ডিমলা থানার সুন্দরখাতা এলাকার আহাম্মদ আলীর ছেলে শের আলী যুবতীকে গণধর্ষণ করে। সেই ঘরে দুইদিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণের পর যুবতী অসুস্থ হয়ে পড়লে শুক্রবার মধ্যরাতে তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষণকারীরা। পরে এক সিএনজি চালকের সহায়তায় সেখান থেকে রূপগঞ্জ থানায় গিয়ে রাসেলসহ পাঁচজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন ওই তরুণী।

পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে পাঁচ ধর্ষককে গ্রেফতার করে বলে জানান তিনি।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ এমদাদুল হক জানান, যুবতীকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতকারকৃত পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Categories: জাতীয়,টপ নিউজ,ব্রেকিং নিউজ,সারাদেশ

ব্রেকিং নিউজ