ঈগল মিউজিকের ব্যানারে আসছে কণ্ঠশিল্পী এমডি রাহাতের “পাখি”

পিরোজপুরের কন্ঠশিল্পি এমডি রাহাতের “পাখি” শিরোনামে একটি মৌলিক গান জনপ্রিয় লেবেল “ঈগল মিউজিক” এর ব্যানারে ১০ ই অক্টোবর শনিবার বাজারে আসছে।


বর্তমান সময়ের আলোচিত তরুন কন্ঠশিল্পী “এমডি রাহাত”এর প্রথম এ্যালবামের প্রথম গান পাখি”। গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। মিউজিক কম্পোজিশন করেছেন জনপ্রিয় কম্পোজার অনিম খান, ভিডিও নির্মান করেছেন জে আর মিডিয়ার কর্নধার জিসান রহমান। সার্বিক তত্বাবধানে ছিলেন গীতিকার ও সুরকার মনিরুজ্জামান খান।

গানটি সম্পর্কে কন্ঠশিল্পি রাহাত বলেন, গানটি দর্শকপ্রিয় হবে বলে আমি আশাবাদী। বর্তমান সময়ে ফোঁক গানের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আমি ফোক গান নিয়েই হাজির হয়েছি। এবছর আরও অনেকগুলো গান দর্শকদের উপহার দেয়ার ইচ্ছে আছে।


Categories: অন্যান্য,জাতীয়

ব্রেকিং নিউজ